ঝর্ণা বিভাগ

“মগজ যাক মঙ্গলে...” –এর অন্যতম প্রাণ প্রবাহ হোলো তার এই “ঝর্ণা বিভাগ”... দেখা গেছে বন্ধুরা (চেনা ও অচেনা, কিছু যায় আসে না :P)  মিলে আড্ডার ছলে বা মজা করতে করতে বা কবিতা-কবিতা খেলার মাধ্যামে, অজান্তেই, অনেক সময় এমন অনেক কিছু সৃষ্টি কোরে ফেলি (এবং ফেলেছি) যেগুলো অনেকদিন পরে হঠাৎ চোখে পড়লে ভালো লাগে, মুখে হাসি ফোটে, এবং বারবার পড়ে দেখতে ইচ্ছা করে...

“ঝর্ণা বিভাগ” সেইসব কবিতার জন্য-ই যেগুলো কারোর একার সৃষ্টি নয়, বরং রিলে-রেস –এর মত... একজন যেখানে শেষ করবে, সেখানে শুরু করবে অন্য একজন... একটা ধাপ থেকে অন্য ধাপে লাফিয়ে পড়ে যেমন ঝর্ণা প্রবাহিত হয়, আর যেমন ভাবে একটা হনুমানের লেজ (অবশ্য এটা হাতিদের মধ্যেও দেখা যায়) ধরে অন্য হনুমান এবং এইভাবে ক্রমশ পর পর হনুমান মিলে হনুমান
Series তৈরী করে সেইরকম... বোঝা গেছে?

নিন, বোঝার সুবিধার জন্য একটা কবিতা-ও লিখে দিলাম... :P :D


ছন্দের ঝর্ণা

ঝর্ণা ঝর্ণা...
ল্যাজ চেপে ধর্ না
ল্যাজে ল্যাজে লিখে লিখে
লেখা বড় কর্ না ...

যেথা যাই আমি থেমে
সেথা তুমি ধরো তান -
ধাপে ধাপে চলে নেমে
মোদের ঝর্ণা গান ...

আমি লিখি, তুমি লেখো
লিখি মোরা মিলেমিশে,
অসাধ্য সাধিব, দেখো –
যাই মোরা কম কিসে ?

যদি ভয় দূর কোরে
ধর হাত বাড়িয়ে ,
ধরণীর ঠ্যাং ধোরে -
দিতে পারি নাড়িয়ে ...

(তাই)
ছুড়ে ফেলে লজ্জা
খুলে দিয়ে দর্জা
চলে এসে শীঘ্রম্ -
লেখো দেখি দু-কলম...

                    (- সুমন বারিক)


নিন, এবার আপনার পালা... যা মনে আসে লিখে ফেলুন দেখি, একদম বেশী ভাবার দরকার নেই, কারন এটা ভাবার জায়গা নয়, এটা মগজ কে 'টা টা বাই বাই' কোরে পাগলের মত মন খুলে স্বাধীন ভাবে মজা করার জায়গা... কারন আমাদের শপথ - মগজ যাক্ মঙ্গলে, আমি মজা কোরবোই...





8 comments:

  1. মানে-মাত্রা নেই...

    ঘোড়ার ডিম ভাজতে বসে,
    তেল যদি যায় ফুরিয়ে...
    চায়ের পাতায় খানিক বসে,
    প্রাণটা নিও জুড়িয়ে...

    হাতির মাথা খাওয়ার সময়,
    চিবোও যদি শুঁড়ের সাথে...
    দাঁতের ফাঁকে অকাল প্রলয়,
    আসবে ধেয়ে ঝড়ের রাতে...

    ড্রামস্টিকে রাঁধো যদি,
    মুরগী নয়, কাকের ঠ্যাং...
    মাছের ঝোলে ভাসবে নদী,
    সঙ্গে নিয়ে কোলাব্যাঙ...

    রামছাগলের দাড়ি দিয়ে,
    বাঁধো যদি ঘড়ির ব্যান্ড...
    সমুদ্রে ঢেউ ভাঙতে গিয়ে,
    পায়ে ঠেকবে ক্যুইক স্যান্ড...

    গরুর শিং-এ শিঙা ফুকে,
    যদি শুরু করো দিন...
    সূর্যের পাঠ যাবে চুকে,
    নাচবে প্যাঁচা তা ধিন ধিন.....

    ReplyDelete
    Replies
    1. BAAAAHHHH... EI TO... RAJAR SATHE RAJAR MOTO BYABOHAR... Wah... Ei na hole Jawab??? Akebare Lajawab :)

      Delete
    2. বেতাল বুড়োর সাদা চুলে -
      গাঁদা ফুলের গাঁটছড়া...
      বেতাল থেকে 'বে' টা খুলে -
      তাল টা দিয়ে ভাজ বড়া...

      সেই বড়ার-ই একটুখানি,-
      লোভে পড়ে খেয়ে নিলে,
      শুনতে পাবে আকাশবাণী,
      "জয় পিলে, জয় পিলে"...

      উঠবে তখন সবাই মেতে -
      'পিলে'-র জয়ধ্বনীতে,
      ভিড় করবে কয়লা খেতে -
      আসানসোলের খনিতে...

      বাচ্ছা মশা বিষম খায় তো -
      রক্ত তে তোর ঝোল আছে...
      পিলে যদি না চমকায় তো-
      পিলে তে তোর গোল আছে...




      Delete
    3. haan betal bora nam ta quite different

      Delete
  2. Amar reply Kobita ta hoy "বেতাল বড়া" বা "পিলে পূরাণ" এর অন্তর্গত হোতে পারে... কোনটা হলে ঠিক হয়???

    ReplyDelete
  3. "বেতাল বড়া" holei jothajotho hobe bole mone hoy..... :P :P

    ReplyDelete
  4. সান্টার উপহার

    গত রাতে বাড়ি ফিরে,
    মোজা যেই খুলেছি...
    অবাধ আলোয় ঘিরে,
    কে বলে এসেছি...

    এক মুখ দাড়ি তার,
    গায়ে লাল জোব্বা...
    বেল নিয়ে গোটা চার,
    বানালো মোরব্বা...

    বলল আমায় দিয়ে,
    এইবেলা নে খেয়ে...
    কাল টয়লেট গিয়ে,
    যাতে বেগ আসে ধেয়ে...

    পেটে তোর কোষ্ঠ,
    করেছে কঠিন চাষ...
    থাকবে না কষ্ট,
    যদি এটা রোজ খাস...

    এই বলে আলো নিয়ে,
    কোথা গেল মিলিয়ে...
    বেগের রাস্তা চেয়ে,
    আমি থাকলাম দাঁড়িয়ে.....

    ReplyDelete